ময়মনসিংহে আন্তঃক্লাব বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
- / ৭০
ষ্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ সদরে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় আন্তঃক্লাব বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯শে জানুয়ারী) বিকাল ৩টায় উপজেলা পরিষদের নতুন ভবন মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তারের এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়া, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বোররচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণসহ কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার আফিয়া খানম,আয়েশা আক্তার।
এসময় আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সদর উপজেলার ১১ টি ক্লাবের জেন্ডার প্রমোটর শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য়, ৩য়, স্থান অর্জনকারী ও অংশগ্রহণকারী সকলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।