১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫
শিরোনাম:
ফতুল্লায় শীতার্তদের মাঝে কোস্ট গার্ডের শীতবস্ত্র বিতরণ
রিপোর্টার
- আপডেট সময় : ১০:৪৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
- / ৫৪
প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড । শনিবার (২৮ জানুয়ারি) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড অধিনস্থ ঢাকা জোন কর্তৃক ফতুল্লার আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কর্মহীন, দুঃস্থ ও সুবিধা বঞ্চিতদের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এ সময় শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমে স্টেশন কমান্ডার পাগলা লেঃ শাম্স সাদেকীন নির্নয় ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যবধি উপকূল/চরাঞ্চলের কর্মহীন, দুঃস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সবসময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।