বাগেরহাট প্রতিনিধি:
নবলোক রিসোর্স প্রকল্পের আয়োজনে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল, মশলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বীজ উৎপাদন ব্লক প্রদর্শনী উপলক্ষে 'বার্ষিক কৃষক মাঠ দিবস' পালিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারী) সকালে কানাইনগর সর্বজনীন পুজা মন্দিরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা দীপংকর দাশ'র সভাপতিত্বে মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, ১নং চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা মোঃ তারিকুল ইসলাম। দিবসটিকে সফল করতে এলাকার কৃষক ও কৃষির সঙ্গে সম্পৃক্তরা অংশ গ্রহণ করে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না