ঠাকুরগাঁ প্রতিনিধি:
ঠাকুরগাঁও-৩ আসন উপনির্বাচন উপলক্ষে জাতীয় পাটির নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজার ও মীরডাঙ্গী বাজার এবং রানীশংকৈল পৌর শহরে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পৃথক পৃথক ভাবে লাঙ্গল মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় রানীশংকৈল উপজেলার জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন মিলন, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যন এবং সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফখরুল হাসান সাহাজাদা, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক তিতাস মোস্তফা ও মেজবাউল ইসলাম, ঠাকুরগাঁও জেলা জার্তীয় পার্টির সাধারণ সম্পাদক রাজিউর রাজি স্বপন চৌধুরী সহ স্থানীয় নেতা কর্মীগণ। এছাড়াও পরে উপজেলার মীরডাঙ্গী বাজার এবং রানীশংকৈল পৌর শহরে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে লাঙ্গল মার্কার নির্বাচনী পথসভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন নেতারা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না