আঃ আলিম ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও-৩ আসন উপনির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা বাজার ও হাটপাড়া বাজার এবং বলাই হাট বাজার প্রাঙ্গনে পৃথক পৃথক ভাবে লাঙ্গল মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বৈরচুনা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন মিলন, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যন এবং ৩ বারের সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফখরুল হাসান, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক ও বোচাগঞ্জ উপজেলার চেয়ারম্যান এ্যাডভোকেট জুলফিকার হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক তিতাস মোস্তফা ও মেজবাউল ইসলাম, ঠাকুরগাঁও জেলা জার্তীয় পার্টির সাধারণ সম্পাদক রাজিউর রাজি স্বপন চৌধুরী,উপজেলা জার্তীয় পার্টির সাধারন সম্পাদক আনিসুর রহমান প্রমুখ। পরে ১০নং জাবরহাট ইউনিয়নের হাটপাড়া বাজার ও বলাই হাট বাজার প্রাঙ্গনে লাঙ্গল মার্কার নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না