বাগমারা সংবাদদাতা
আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে বাগমারা উপজেলার হাট গাঙ্গোপাড়া বাজারে আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে হাট গাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয় মাঠে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজশাহী জজ কোর্টের সাবেক পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন পিপি।
প্রধান অতিথি বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমনের মধ্য দিয়ে তৃণমূল নেতৃবৃন্দের মাঝে প্রাণের সঞ্চার ঘটবে। উজ্জীবিত হবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী। বাগমারার মানুষ বুঝে গেছে আওয়ামী লীগ সরকার দেশের জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে। আগামী ২৯ তারিখে রাজশাহীতে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জনসভাকে সফল ও সার্থক করতে হবে। দেশবাসীকে দেখিয়ে দিতে হবে রাজশাহীর মানুষ মুজিব সৈনিক। তারা আর নৌকার বাইয়ে যেতে চায় না। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে এই জনসভা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধান অতিথি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রামানিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসলেম আলী প্রমূখ। এছাড়া উপজেলা ও আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না