নানা আয়োজনে নেত্রকোনায় সরস্বতী পূজা পালিত
- আপডেট সময় : ১০:৩০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
- / ৬৫
রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা সারা দেশে ন্যায় নেত্রকোনাতেও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে পূজার আয়োজন হয়েছ। সনাতন ধর্মাবলম্বীদের বিধান অনুসারেই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আয়োজন করা হয় এই পূজা। সে উপলক্ষে দেবীকে বরণ করে নিতে প্রতিটি পাড়া মহল্লায় তৈরি হয়েছে, ছোট বড় পূজা মন্ডপ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ সকাল থেকে পূজা মণ্ডপগুলোতে উলুধ্বনি, কাসর, ঘণ্টা, শঙ্খধ্বনি ও পুরোহিতের মন্ত্র পাঠে মুখরিত ছিল। ভক্তরা বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পূজা শেষে ভক্তবৃন্দদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ।
বিদ্যার দেবী সরস্বতী পূজাকে কেন্দ্র করে আজ সারাদিন জুড়ে স্কুল-কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বজনীন ও পারিবারিকভাবে নানা আয়োজনে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে পূজা অর্চনা।
আজ সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক সরস্বতী দেবী পূজা আয়োজনে মন্ডপগুলোতে প্রার্থনা আর সাজস্বজ্জাতে ব্যস্ত সময় পার করছে ভক্তবৃন্দগণ। দিনব্যাপী দেবীর রাঙা চরণে অঞ্জলি, প্রসাদের বিতরণসহ রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করেছে কোনো কোনো সংগঠন।
জেলা শহর ছাড়াও প্রতিটি উপজেলাতেই নানা আয়োজনে এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে পূজা অর্চনা।
নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, বারহাট্টা সদরের গড়মা কালীবাড়ি, গড়মা পশ্চিম পাড়া ও বরি এলাকার পূজাতে ব্যপক আয়োজন করা হয়েছে। মন্ডপগুলোতে সারাদিন ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ চলে। গড়মা কালীবাড়ি মন্ডপ প্রাঙ্গণে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
জানা যায়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বজনীন ও পারিবারিক সব মিলিয়ে নেত্রকোনা জেলায় এ বছর প্রায় ২ হাজারের মতো স্থানে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে।
নেত্রকোনা বয়োজ্যেষ্ঠ পুরোহিত অসীম চক্রবর্তী বলেন, সরস্বতী পূজা তরুণদের পূজা নামেও বেশ পরিচিত, এ পূজা আয়োজনে অন্যান্যদের চেয়ে তরুণরাই সবচেয়ে বেশি শ্রম দিয়ে থাকে। প্রতি বছরের মত এবারো সুন্দরভাবে পূজা উদযাপন করতে পেরে মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।