০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

পাইকগাছায় সাংবাদিকের বিরুদ্ধে মামলায় কয়রা সাংবাদিক ফোরামের উদ্বেগ প্রকাশ

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:১৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
  • / ৬৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা সংবাদদাতা:

খুলনার পাইকগাছা প্রেসক্লাব এর সভাপতি এ্যাড.এফ.এম.এ রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খুলনার কয়রা সাংবাদিক ফোরামে নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সংগঠনটির সভাপতি তারিক লিটু এবং সাধারণ সম্পাদক মো.গোলাম মোস্তফা এক বিবৃতিতে অবিলম্বে এ হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। কয়রা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক মো.মোমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে সাংবাদিকরা যখন সোচ্চার ঠিক তখনই ঘাপটি মেরে থাকা একটি অসাধু চক্র নিজেদের দুর্নীতি, অনিয়ম ও অপরাধ ঢাকতে সাংবাদিকদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এই চক্রটির কর্মকাণ্ড সরকারের স্বাধীন সংবাদমাধ্যম নীতিকে প্রশ্নবিদ্ধ করছে।একইসাথে সংগঠনটির পক্ষ থেকে এমন মিথ্যা হয়রানিমূলক সাজানো কল্পকাহিনী সমৃদ্ধ মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে অবিলম্বে এ হয়রানিমূলক মিথ্যা মামলার সাথে সম্পৃক্ত ভেতরের-বাইরের কুশীলবদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিবৃতি প্রদান করেছেন সংগঠনের নেতৃবৃন্দরা।
সাংবাদিক ও তাঁর পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে নেতারা বলেন, স্বাধীন দেশে গণমাধ্যমের ওপর এমন নগ্ন হামলা বন্ধ না হলে সাংবাদিক সমাজ এ ধরনের হয়রানিমূলক মামলা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

পাইকগাছায় সাংবাদিকের বিরুদ্ধে মামলায় কয়রা সাংবাদিক ফোরামের উদ্বেগ প্রকাশ

আপডেট সময় : ১০:১৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা সংবাদদাতা:

খুলনার পাইকগাছা প্রেসক্লাব এর সভাপতি এ্যাড.এফ.এম.এ রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খুলনার কয়রা সাংবাদিক ফোরামে নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সংগঠনটির সভাপতি তারিক লিটু এবং সাধারণ সম্পাদক মো.গোলাম মোস্তফা এক বিবৃতিতে অবিলম্বে এ হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। কয়রা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক মো.মোমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে সাংবাদিকরা যখন সোচ্চার ঠিক তখনই ঘাপটি মেরে থাকা একটি অসাধু চক্র নিজেদের দুর্নীতি, অনিয়ম ও অপরাধ ঢাকতে সাংবাদিকদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এই চক্রটির কর্মকাণ্ড সরকারের স্বাধীন সংবাদমাধ্যম নীতিকে প্রশ্নবিদ্ধ করছে।একইসাথে সংগঠনটির পক্ষ থেকে এমন মিথ্যা হয়রানিমূলক সাজানো কল্পকাহিনী সমৃদ্ধ মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে অবিলম্বে এ হয়রানিমূলক মিথ্যা মামলার সাথে সম্পৃক্ত ভেতরের-বাইরের কুশীলবদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিবৃতি প্রদান করেছেন সংগঠনের নেতৃবৃন্দরা।
সাংবাদিক ও তাঁর পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে নেতারা বলেন, স্বাধীন দেশে গণমাধ্যমের ওপর এমন নগ্ন হামলা বন্ধ না হলে সাংবাদিক সমাজ এ ধরনের হয়রানিমূলক মামলা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন