লালমনিরহাট সংবাদদাতা:
বাংলাদেশ খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি জেলা শাখার আয়োজনে লালমনিরহাটে দিনব্যাপী খতমে নবুওয়াত মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) শহরের ঐতিহাসিক রেলওয়ে শহীদ হোসেন সোহরাওয়ার্দী মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী মহাসমাবেশে তিনি প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন।
সমাবেশে ধর্মীয় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ রেফাকুল মাদারিসিল আরাবিয়া মহা সচিব আল্লামা মুফতী মাহফুযুল হক। সমাবেশে আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য দেন, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান। বিশেষ মেহমান হিসেবে ধর্মীয় আলোচনা পেশ করেন, চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার মহা পরিচালক আল্লামা উবায়দুল্লাহ হামযা, চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসার সহকারী মহাপরিচালক আল্লামা মুফতী জসিমুদদীন, বাংলাদেশ খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির মহাসচিব আল্লামা মুফতী ইমামুদ্দিন ও সভাপতি আল্লামা আব্দুর আহমেদসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ওলামায়ে কেরামবৃন্দ।
খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক মাওলানা জয়নাল আবেদীন সাহেব এর সভাপতিত্বে সমাবেশে আমন্ত্রিত বিশেষ অতিথির বক্তব্য দেন, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। সমাবেশে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ অংশ গ্রহণ করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না