সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে জমির খল নিতে এসএম আমিনুল ইসলামের বাড়ীতে হামলা চালিয়েছে কমতলীর ত্রাস তানজিম কবির সজু বাহিনী। আদালতে মামলা চলমান জমিতে ফৌজধারী আইনের ১৪৫ ধারা আদেশ জারি করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন ায়ের করেও আশে না পেয়ে বুধবার (২৫ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে হামলা চালিয়ে বাড়ী-ঘর ভাঙচুর করা হয়েছে বলে আমিনুল ইসলামের অভিযোগ। এসময় ৯৯৯ নাম্বারে ফোন করলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গেলে সজু বাহিনী পালিয়ে যায়।
আমিনুল ইসলাম বলেন, কদমতলী এলাকায় আলী মোর্তজার সাথে একটি জমি নিয়ে আমার দেওয়ানী মামলা চলছে। মামলাটি যুগ্ন জেলা জজ ১ম আদালতে বিচারাধিন রয়েছে। আদালতে মামলা চললেও জমিটি আমার খলে রয়েছে। প্রতিপক্ষ আলী মোর্তজা জমিতে ফৌজধারী আইনের ১৪৫ ধারা আশে জারি করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন ায়ের করেন। কিন্তু মামলার আরজি ও আমার জবাব এবং কাগজপত্র পর্যালোচনা করে আালত পিটিশনটি নিস্পত্তি করেন। আদালত থেকে আদেশ না পেয়ে আলী মোর্তজা এলাকার ত্রাস ও কিশোরগ্যাং নেতা তানজিম কবির সজুকে ভাড়া করে জমি খল করে দিতে। আলী মোর্তজার ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে সজু তার সহযোগী সেলিম, লিমন, রনি ও মহসিনসহ ১৫/২০ জনের একটি ল নিয়ে বিকেল ৪ টার দিকে আমার বাড়ীÑঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় দিশা না পেয়ে আমি ৯৯৯ নাম্বারে ফোন করি। পরে কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ ছুটে আসলে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
উল্লেখ্য, সন্ত্রাসী কর্মকান্ডের জন্য কয়েকদিন আগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সজুকে আটক করে ৫৪ ধারায় আদালতে পাঠায়। আদালত থেকে ছাড়া পেয়ে সজু ফের এলাকায় বেপরোয়া হয়ে উঠে।
এবিষয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক জহির-২ জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে জানতে পারি ুইটি পক্ষ জমির মালিকানা দাবি করছে। তবে আদালতে মামলা চলছে। এক পক্ষ গিয়ে খলারের ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেছিল। তবে পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে গেছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না