১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
পীরগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
রিপোর্টার
- আপডেট সময় : ০৪:৩৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
- / ৭০
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সাদেকুল ইসলাম (৩৮) ও প্রিন্স মাহমুদ ডন (৩৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার গোদাগাড়ী বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলার গোদাগাড়ী বাজারে মাদক বিরোধী অভিযানের সময় মাদক ব্যবসায়ী উপজেলার সিন্দুর্ণা গ্রামের সামসুল হকের ছেলে সাদেকুল ইসলামের কাছ থেকে ১৭০ পিচ ও রঘুনাথপুর গ্রামের সাবেদুর রহমানের ছেলে প্রিন্স মাহমুদ ডনের কাছ থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।