পীরগঞ্জে ৭’ শ পরিবারের মাঝে কম্বল বিতরণ
- আপডেট সময় : ০৮:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
- / ৬২
ঠাকুরগাঁও সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৭’ শ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন উন্নয়ন মূলক সামাজিক সংস্থা ইকো -সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। মঙ্গলবার (জানুয়ারি) বিকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে পীরগঞ্জ উপজেলা অফিস চত্বরে অসহায় ও দুস্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্তিত ছিলেন, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহারিয়ার নজিরসহ ইএসডিও র কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
শীতবস্ত্র বিতরণ কালে অসহায় মানুষের উদ্দেশে জনাব আলহাজ্ব আখতারুল ইসলাম বলেন, ইএসডিও আমাদের প্রতিষ্ঠান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে ইএসডিও এসেছে, আপনাদের পাশে দাঁড়াতে। চির কৃতজ্ঞতা প্রকাশ করি ।