আগামী দিনে বিএনপি-জামায়াতকে রাজপথে নামতে দেব না : শেখ হেলাল
- আপডেট সময় : ০৬:৪৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
- / ৬১
খুলনা প্রতিনিধি:
বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, আওয়ামী লীগ নেতা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, স্বাধীনতার পরাজিত শক্তিরা ভেবেছিল বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করলে আওয়ামী লীগ আর কোনদিন ক্ষমতায় আসতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্ব দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামী দিনে বিএনপি- জামায়াতকে রাজপথে নামতে দেব না। ১০ ডিসেম্বর বিএনপির আল্টিমেটাম দিয়েছিল ১১ ডিসেম্বর তারেক জিয়া দেশে আসবে, কোথায় সে ?। আর্জেন্টিনার মতো ফুটবলের কিক দিয়ে তাদেরকে পরাজিত করেছি। একইভাবে ২০২৪ সালে ভোট দিয়ে জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। পদ্মার এপারে বিএনপি-জামায়াতকে রাজপথে নামতে দেওয়া হবে না। ওরা আর কোনদিন ক্ষমতায় আসতে পারবে না। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।