লালমনিরহাট সংবাদদাতা:
লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলায় ট্রাকচাপায় আব্দুল লতিফ (৪৭) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার বড়খাতা-তিস্তা ব্যারাজ সড়কের রমনীগঞ্জ নারিকেল তলা নামক এলাকায় এ দুর্টঘনা ঘটে।
নিহত আব্দুল লতিফ গ্রামীণ ব্যাংকের বড়খাতা শাখার ফিল্ড কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। নিহতের বাড়ি পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায়।
প্রত্যক্ষদর্শীর ও হাইওয়ে থানা সুত্রে জানা যায়, আব্দুল লতিফ মোটর সাইকেল যোগে তিস্তা ব্যারাজের দিকে যাচ্ছিলো। এ সময় তিস্তা ব্যারাজের অপর দিক থেকে আসা বড়খাতাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটিকে আটক করেন। তবে ট্রাকের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।
হাতীবান্ধা হাইওয়ে থানার (ওসি) আব্দুল হাকিম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না