লক্ষ্মীপুর সংবাদদাতা:
লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম মান্দারীতে নিজ ঘর থেকে নাহিদ ইসলাম আরমান (১৬) নামের এক এস,এস,সি পরিক্ষার্থী'র গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি হত্যার পর গলায় ফাঁস দিয়ে মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
সে পশ্চিম মান্দারী গ্রামের পালোয়ান বাড়ির বেল্লাল হোসেন শিপনের ছেলে এবং মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি পরিক্ষার্থী ছিলো। সোমবার ২৩ জানুয়ারি রাত ১ টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের বিষয়ে সন্ধ্যায় নাহিদের বাবা মা স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার চাইতে যায়। রাত নয় টার দিকে বাড়িতে এসে দেখে নাহিদের মৃতদেহটি ঘরের ভিতর ঝুলে আছে। পরে পুলিশে খবর দেওয়া হয়।
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে চাচা বাচ্চু মিয়া, ফুফু মিতু আক্তার, শাহীনুর আক্তার এবং দাদা নুরুল আমিন তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ তাদের। তদন্ত সাপেক্ষে হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি করেন নাহিদের পরিবার।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, পরিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না