চাকুন্দিয়া বিদ্যালয় এমপিও ভুক্ত হওয়ায় সাবেক এমপি নারায়ণ চন্দ্রকে সংবর্ধনা
- আপডেট সময় : ০৯:৫৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
- / ৬৪
ডুমুরিয়া সংবাদদাতা:
খুলনার ডুমুরিয়ার চাকুন্দিয়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয় এমপিও ভুক্ত হওয়ায় সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২২ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সরদার ওহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন, সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, মাষ্টার সিরাজুল ইসলাম, মাওঃ লোকমান হাকিম, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন, জিএম লুৎফার রহমান, অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন সহ অনেকে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমপির পিএস মাইকেল রায়, সমীর চন্দ্র দে গোরা, তুষার রাহা, গাজী আব্দুল ওয়াহাব, মাষ্টার গাজী মোতহার আলী, শেখ ইসহাক আলী, শেখ আব্দুস সবুর, প্রধান শিক্ষক আব্দুস সেলিম, গাজী নজরুল ইসলাম, পঞ্চানন ঘোষ, মনিরুজ্জামান মালী, আলাউদ্দিন মালী, সম ইকবল হোসেন সালাম, জিএম ফরিদ হোসেন, নাজমুল ইসলাম মুন্না, শেখ মুজিবুর রহমান, গাজী কামরুল ইসলাম, মাষ্টার বেলাল হুসাইন, মানপত্র পাঠ করেন শাপলা খাতুন প্রমুখ।