বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে টুরিষ্ট গাইড ও ফটোগ্রাফারদের সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষন শুরু।রবিবার(২২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ভাইস চেয়ারম্যান ও প্রকল্প সভাপতি
রিজিয়া পারভীন এর নেতৃত্বে প্রশিক্ষন শুরু হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলি, জাইকা কর্মকর্তা দীপংকর কুমার মল্লিক।
পর্যটনের ব্যাসিক ধারনা বিষয়ে সেশন পরিচালনা করেন বাগেরহাট ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ও বাগেরহাট প্রেসক্লাব সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার।
পর্যটন আইন ও নিরাপত্তা বিষয়ে সেশন পরিচালনা করেন ওসি টুরিষ্ট পুলিশ মো: মোশারফ হোসেন। অনলাইন আবেদনের মাধ্যমে ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে যাচাই বাছাইকৃত ৩০ জন অংশগ্রহন কারীকে নিয়ে পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষন চলবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না