সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সাংবাদিকদের সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা প্রাঙ্গনে সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার সঙ্গে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিকের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা।
এসময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান (হাবিব), প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ থানায় যোগদানের পর পুলিশ সদস্যদের বলেছি জনগণকে তাৎক্ষণিক সেবা প্রদান করতে। কেউ যেনো কোনোরকম হয়রানির স্বীকার না হয়। জিডি, পুলিশ কিলারেন্সসহ যেকোনো সেবা খুব দ্রুত প্রদান করা হচ্ছে। ওয়ার্ড ভিত্তিক মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং এর তালিকা তৈরি করা হচ্ছে। বিট পুলিশিং , সাংবাদিক, পুলিশ সদস্যরা সবাই মিলে সহযোগিতা করলে সমাজ থেকে দূর্নীতি, অনিয়ম কমে যাবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা সহজ হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না