বাবুখালীতে ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
- / ৬৬
মাগুরা সংবাদদাতা:
বাবুখালী ইউনিয়ন চালিমিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠ মোহাম্মদপুর মাগুরা জেলায় অনুষ্ঠিত হলো ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টের খেলা । এ খেলায় অংশ গ্রহণ করেন, নড়াইল, ঝিনাইদহ, কাওলীপাড়া, হরিনাকুন্ডো, হাটবাড়িয়া, লাঙলবাদ,চাঁদপুর, নোহাটা, ভলিবল টিম। এই থেলায় শেষে ফাইনাল নিশ্চিত করেন হাটবাড়িয়া ভলিবল টিম বনাম চাঁদপুর ভলিবল টিম। ফলাফল ছিল ১ম চ্যাম্পিয়ন দল হাটবাড়িয়া ভলিবল টিম ও ২য় রানারআপ হয়েছিলেন চাঁদপুর ভলিবল টিম। প্রাইজবন্ড ছিলো চ্যাম্পিয়ন -২৫০০০ টাকা রানার আপ -১৫০০০ টাকা করে।
খেলার প্রধান অতিথি ছিলেন, ১নং বাবুখালী ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান, মীর মোঃ সাজ্জাদ আলী। বিশেষ অতিথি ছিলেন, ১নং বাবুখালী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার, মুন্সী মোঃ মজনু।
উক্ত খেলায় সভাপতিত্বে করেন, ১ং বাবুখালী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মো. আব্দুস সামাদ।খেলা পরিচালনা করেন কাজী কবির, খেলা উপস্থাপনায় করেন মোঃ রফিকুল ইসলাম, সার্বিক পরিচালনায় চালিমিয়া যুব সমাজ।