১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

আগামীতে সরকার এবং বিরোধীদলে থাকবে মুক্তিযুদ্ধের দল

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ৭৯

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মৌলভীবাজার সংবাদদাতা

স্বাধীন বাংলাদেশের মাটিতে সরকারি দলে থেকেও শুধুমাত্র সমাজতান্ত্রিক রাষ্ট্র ও সরকার গঠন এবং জনগণের অধিকারের স্বার্থে সরকার থেকে বেরিয়ে এসে “সিদ্দিক মাষ্টারের লাশের সামনে” শতভাগ মুক্তিযোদ্ধাদের দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠিত হয়েছিল। জাসদ স্বৈরাচার বিরোধী এবং সামরিক শাসক ও শাসন বিরোধী আন্দোলনে সর্বত্র সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে। আজ পর্যন্ত “জাসদ”কে বিলীন করার জন্য কত-যে অপচেষ্টা এবং নির্যাতন-নিপীড়ন করা হয়েছিল, তা দেশের অন্য কোন দলের উপর করা হয়নি। জাসদ কোন স্বৈরাচার ও সামরিক শাসকের কাছে মাথা নত না করে লড়াই সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল।

সোমবার অপরাহ্নে জাসদের ৫০ বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে শহরের জনগুরুত্বপূর্ণ সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রার পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্যের উল্লেখযোগ্য অংশে এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। আমরা ১টি অসাম্প্রদায়িক ও শোষনমুক্ত বাংলাদেশ গড়তে চাই। ১৯৭২ সাল থেকে এযাবৎ যাঁরা আন্দোলনে-সংগ্রামে শহীদ হয়েছেন, স্বজন হারিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদেরকে অতি শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে।

মৌলভীবাজার জেলা জাসদের সভাপতি আব্দুল হক এর সভাপতিত্বে এবং জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা “নাজিম উদ্দিন নজরুল” ও রাজনগর উপজেলার সভাপতি হুমায়ূন কবির এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন “জেলা জাসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম মনু, কুলাউড়া উপজেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম টিপু, কমলগঞ্জ উপজেলা জাসদের সভাপতি মফিজ বকস, রাজনগর উপজেলার সাধারণ সম্পাদক মোস্তাক চৌধুরী, কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক আলমগীর আল সাহান প্রমুখ।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

আগামীতে সরকার এবং বিরোধীদলে থাকবে মুক্তিযুদ্ধের দল

আপডেট সময় : ০৬:০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মৌলভীবাজার সংবাদদাতা

স্বাধীন বাংলাদেশের মাটিতে সরকারি দলে থেকেও শুধুমাত্র সমাজতান্ত্রিক রাষ্ট্র ও সরকার গঠন এবং জনগণের অধিকারের স্বার্থে সরকার থেকে বেরিয়ে এসে “সিদ্দিক মাষ্টারের লাশের সামনে” শতভাগ মুক্তিযোদ্ধাদের দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠিত হয়েছিল। জাসদ স্বৈরাচার বিরোধী এবং সামরিক শাসক ও শাসন বিরোধী আন্দোলনে সর্বত্র সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে। আজ পর্যন্ত “জাসদ”কে বিলীন করার জন্য কত-যে অপচেষ্টা এবং নির্যাতন-নিপীড়ন করা হয়েছিল, তা দেশের অন্য কোন দলের উপর করা হয়নি। জাসদ কোন স্বৈরাচার ও সামরিক শাসকের কাছে মাথা নত না করে লড়াই সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল।

সোমবার অপরাহ্নে জাসদের ৫০ বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে শহরের জনগুরুত্বপূর্ণ সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রার পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্যের উল্লেখযোগ্য অংশে এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। আমরা ১টি অসাম্প্রদায়িক ও শোষনমুক্ত বাংলাদেশ গড়তে চাই। ১৯৭২ সাল থেকে এযাবৎ যাঁরা আন্দোলনে-সংগ্রামে শহীদ হয়েছেন, স্বজন হারিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদেরকে অতি শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে।

মৌলভীবাজার জেলা জাসদের সভাপতি আব্দুল হক এর সভাপতিত্বে এবং জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা “নাজিম উদ্দিন নজরুল” ও রাজনগর উপজেলার সভাপতি হুমায়ূন কবির এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন “জেলা জাসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম মনু, কুলাউড়া উপজেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম টিপু, কমলগঞ্জ উপজেলা জাসদের সভাপতি মফিজ বকস, রাজনগর উপজেলার সাধারণ সম্পাদক মোস্তাক চৌধুরী, কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক আলমগীর আল সাহান প্রমুখ।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন