বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সামাজিক উন্নয়ন মূলক সংগঠন আশার আলো ও স্বদেশ। শনিবার (২১ জানুয়ারী) সকালে বাসাবাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে এসকল শিক্ষা উপকরণ বিতরন করা হয়। ‘স্বদেশ’ এর নির্বাহী পরিচালক কল্লোল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মোস্তা গাউছুল হক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. পারভেজ তরফদার, কাকলী সরকার, তাপস কুমার পাল, এস.এম. রাজ, আশার আলোর সাধারণ সম্পাদক মল্লিক মাসুদ পারভেজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা বুলবুলসহ শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দরা।
সংগঠন দুটি চলতি অর্থবছর সম্পূর্ণ নিজেস্ব অর্থায়নে দুই শতাধিক শিতার্থদের মাঝে কম্বল, চিকিৎসা অনুদান এবং স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না