১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • / ৬৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লালমনিরহাট সংবাদদাতা:

লালমনিরহাটের পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (২০ জানুয়ারি) রাত ১০টার পর পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়ায় নিজ বাসার গেটের সামনে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি।
নিহত এম ওয়াজেদ আলী পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এবং লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবেদ আলীর ছোট ভাই।
তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপ-কমান্ডার ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, পাটগ্রাম পৌর শহরে কাজ শেষ করে রাত সাড়ে ১০টার দিকে বাসার গেটে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারা কেন তার উপর হামলা চালিয়েছে তা নিশ্চিত করা যায়নি। ঘটনার প্রকৃত ও কারণ খুনিদের অনুসন্ধানে তদন্ত করছে পুলিশের।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা অনুসন্ধানসহ হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৪:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লালমনিরহাট সংবাদদাতা:

লালমনিরহাটের পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (২০ জানুয়ারি) রাত ১০টার পর পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়ায় নিজ বাসার গেটের সামনে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি।
নিহত এম ওয়াজেদ আলী পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এবং লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবেদ আলীর ছোট ভাই।
তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপ-কমান্ডার ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, পাটগ্রাম পৌর শহরে কাজ শেষ করে রাত সাড়ে ১০টার দিকে বাসার গেটে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারা কেন তার উপর হামলা চালিয়েছে তা নিশ্চিত করা যায়নি। ঘটনার প্রকৃত ও কারণ খুনিদের অনুসন্ধানে তদন্ত করছে পুলিশের।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা অনুসন্ধানসহ হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন