নারায়ণগঞ্জে জলাশয় থেকে লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৯:৪১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- / ৬৫
প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের বন্দর মদনপুর বাস স্ট্যান্ডের পাশে ডোবা থেকে ওহাব (৫০) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে বন্দরের মদনপুর এলাকার একটি জলাশয় থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। ওহাব নামে ঐ বৃদ্ধার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে দিকে মদনপুর বাস স্ট্যান্ডের পাশে পুকুরে একটি লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে বন্দর থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ নজরুল এসে বেলা ১টার দিকে লাশ দেখতে পায় পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনাস্থলে বন্দর থানার এস আই নজরুল লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ওহাব নামে ওই ব্যক্তির লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, লাশ মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।