মতলবে ৯৯ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:০০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- / ৬৯
মমিনুল ইসলাম, মতলব:
‘বন্ধু ছিলাম, বন্ধু আছি, বন্ধু থাকব-এসো মিলি প্রানের উৎসব’ এই স্লোগানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার এসএসসি-৯৯ ব্যাচের গ্রান্ড ফ্যামিলি, গেট টুগেদার হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারী ) সকাল ৯টায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এসএসসি-৯৯ ব্যাচের মিলন মেলা গ্রান্ড ফ্যামিলি, গেট টুগেদার। ফুল দিয়ে বন্ধুদের বরণ করে নেয় আয়োজকরা। দীর্ঘদিন পর বন্ধুদের পেয়ে উচ্ছ্বাসে চোখ মুখ যেন চকচক করছিল বন্ধুদের। জড়িয়ে ধরে আলিঙ্গন করে অনেকেই।
এসএসসি-৯৯ ব্যাচের মিলন মেলা গ্রান্ড ফ্যামিলি, গেট টুগেদার উপলক্ষে সকাল আটটা থেকে মতলব উত্তরের ৩৩টি বিদ্যালয় থেকে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সবাই এক এক করে মিলিত হতে থাকে। দীর্ঘ ২৪ বছর পর সহপাঠীদেরকে কাছে পেয়ে সবাই আবেগ আপ্লুত হয়ে পরে। সবাই পুরনো দিনের স্মৃতি মনে করে আড্ডায় মিলিত হন, সবাই যার যার মতো করে সবার সঙ্গে স্মৃতি চারণ করেন।
গ্রান্ড ফ্যামিলি, গেট টুগেদার সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌর প্রশাসক মো. আল এমরান খান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন।
এসএসসি ব্যাচ ৯৯ এর বন্ধু প্রভাষক মোঃ শাহাবুদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ডাঃ মিজানুর রহমান রানা, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বোরহান উদ্দিন মোল্লা, সিনিয়র শিক্ষক আব্দুল হক, দাতা সদস্য ডাঃ এনামুল হক, আবু জাফর সরকার ডালিম, এসএসসি ব্যাচ ৯৯ এর বন্ধু অ্যাডভোকেট সেলিম মিয়া, সোহেল সরকার, মাইদুল রহমান রোবেল। আয়োজক কমিটির সদস্য সচিব মাসুদ রানা। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক ডাঃ বশির আহমেদ খান প্রমুখ।
অনুষ্ঠান শেষে মনঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসএসসি-৯৯ আহ্বানে সাড়া দিয়ে মতলব উত্তরে প্রতিটি বিদ্যালয়ের এসএসসি-৯৯ সাবেক শিক্ষার্থীরা মিলন মেলায় অংশ গ্রহণ করেন এই অনুষ্ঠানে৷