টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের উদ্যোগে দুঃস্থ, অসহায়, হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১১ ঘটিকার সময় টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে ওই শীতবস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান ছিলেন, মোঃ মনির খান রাজা, ম্যানেজিং ডাইরেক্টর, বিজয় ক্লাসিক ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্ড কনস্ট্রাকশন লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মোঃ হুমায়ুন কবির, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও মানবাধিকার সংগঠক, টাঙ্গাইল সদর উপজেলার ৭ নং দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন, লায়ন্স ক্লাব অব টাঙ্গাইলের প্রেসিডেন্ট লায়ন সায়মা খন্দকার, ইবরাহীম খাঁ সরকারী কলেজের বিভাগীয় প্রধান অনীক রহমান বুলবুল, মো. রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচ এম ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত মাওলানা আলহাজ্ব এটিএম তাজুল ইসলাম প্রধান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমীন এবং টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ঘণ্টা নিউজ ও দৈনিক মুক্তালোকের টাঙ্গাইল জেলা প্রতিনিধি এ.এম.ইকবাল।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না