মোঃ রোকন মিয়া,কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুরে শুক্রবার ২০ জানুয়ারি সকালে বাড়ির বাঁশঝাড়ে রফিকুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ স্থানীয়রা দেখতে পায়। বিষয়টি পুলিশকে জানালে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটিকে উদ্ধার করে। গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে লোমহর্ষক এই খুনের ঘটনাটি ঘটেছে। নিহত রফিকুল ধরনী বাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের মৃত আবুল হোসেন ফাকুদ্দিনের ছেলে।
এলাকাবাসী বলেন, রফিকুল ছোটবেলায় ফেরি করে বুট বাদাম বিক্রি করতো। এরপর একটু বড় হয়ে উলিপুর সদরের একটি হোটেলে প্রায় ৭-৮ বছর কাজ করে। কিছুদিন পরে ওই গ্রামের লাইজু নামের একটি মেয়েকে বিয়ে করেন। সংসার সংগ্রামে টিকে থাকতে গিয়ে একটি মিশুক গাড়ি কিনে চালাতো। গ্রামে কারো সাথে তার শত্রুতা নাই বলেও এলাকাবাসী জানান।
পারিবারিক সূত্রে, ৪/৫ দিন আগে রফিকুল তার মিশুক গাড়িটি বিক্রি করে এবং একটি এনজিও থেকে কিছু টাকা টাকা ঋণ নেয়। মিশুক গাড়ির টাকা ও কিস্তির টাকা মিলিয়ে একটি বড় অটোরিক্সা কেনার পরিকল্পনা করে। গত বৃহস্পতিবার রাতে ঘর থেকে বের হলে আর ঘরে ফেরেনি এবং সারারাত খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। খুনের ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের আলিপ উদ্দিনের পুত্র রফিকুল (৩১) নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না