মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেংগারচর ক্রীড়া পরিষদ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টে আসিফ-মনজুর বনাম মিনহাজ-মাসুদ খান জুটি প্রতিদ্বন্দ্বিতা করেন। খেলায় আসিফ-মনজুর জুটি চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি ও ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. মাহবুবুর রহমান সেলিম।
খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, ও যুগ্ম সাধারণ সম্পাদক ইবনাল মঈন আহেমদ রিপন।
গত বৃহস্পতিবার রাতে ছেংগারচর উপ-স্বাস্থ্য কেন্দ্র মাঠে মো. নাজমুল খানের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক মো. শাহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য দেন, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জামান সরকার, সাবেক কাউন্সিলর মো. শাহিনুর বেপারী, জেলা যুবলুিগের সাবেক সদস্য মোহেবুল্লাহ খোকন, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না