সোহেল রানা রাজশাহী, ব্যুরো:
নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলায় অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরীর অপরাধে ৬জন ব্যবসায়ীকে ২লাখ ৬৪হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ১৫হাজার ৫’শ কেজি ভেজাল গুড় ও ৩৪হাজার লিটার চিনির সিরাপ জব্দ করা হয়েছে। জানা যায়, ভেজাল বিরোধী অভিযানের অভিযানের অংশ হিসেবে গুরুদাসপুর উপজেলার কুমারখালী এবং সিংড়ার চকবলরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ভেজাল গুড় তৈরীর অপরাধে গুরুদাসপুরের মেসার্স ভাই ভাই ট্রেডার্স” গুড় কারখানার মালিক আব্দুল হান্নান শেখ কে দেড় লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।
এসময় ১৫হাজার ৫’শ কেজি ভেজাল গুড় ও ৩৪হাজার লিটার চিনির সিরাপ জব্দ করা হয়। এছাড়া সিংড়া উপজেলার চকবলরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে “সোহেল গুড় ভান্ডার” এর কারখানার মালিক সোহেল রানা কে ২০হাজার, “নুরুজ্জামান গুড় ভান্ডার” গুড় কারখানার মালিক নুরুজ্জামান ইসলাম কে ৩৫ হাজার “আজহারুল গুড় ভান্ডার” গুড় কারখানার মালিক আজহারুল ইসলাম কে ২৫ হাজার “তফিকুল গুড় ভান্ডার” গুড় কারখানার মালিক তৌফিকুল ইসলাম ১৫ হাজার এবং “শাহিন গুড় ভান্ডার” গুড় কারখানার মালিক শাহাদাৎ হোসেন শাহিন কে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত গুড় ধ্বংস করা হয়
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না