রূপগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত চক্রের পাচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক (চট্ট মেট্রো-ট ১১-০১৯৪) জব্দ করা হয়। রবিবার (৩০ অক্টোবর) গভীর রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে সড়কের কেভি গ্রীড বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো চট্টগ্রামের সীতাকুন্ড মনখোলা এলাকার আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম, একই এলাকার মৃত মীর আহমেদের ছেলে মো. আলম, মৃত আব্দুল হান্নানের ছেলে আবুল কাশেম, মোজাফ্ফর ইসলামের ছেলে বাবুল ও কুমিল্লা নাঙ্গলকোটের দোলখার বাজার এলাকার কামাল উদ্দিনের ছেলে সাব্বির হোসেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রাতে চৌদ্দ থেকে পনের জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে অবস্থিত কেভি গ্রীড বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এই সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাতদলের বাকী সদস্যরা কৌশলে পালিয়ে যায়।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না