যশোর সংবাদদাতা
যশোরের শার্শায় উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা করেছেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত।
উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, শার্শা উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল, উপজেলা প্রকৌশলী এমএম মামুন হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউসুফ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই গুলশান আরা, উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু বিল্লাল হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
সভা শেষে জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে উপজেলায় কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল এবং পোশাক বিতরণ করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না