নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ না করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সামনে ১নং গেইটের রাস্তা বন্ধ না করা দাবীতে এ মানববন্ধন কর্মসূচীর পালন করা হয়।
এর আগে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিধি বৃদ্ধি করার লক্ষ্যে ঐতিহাসিক পানাম নগরের সাথে সংযুক্ত বাগমুছার রাস্তাটি বন্ধ করে দেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এক আদেশ প্রদান করেন। সেই আদেশে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে এবং এলাকার প্রায় তিন হাজার জনবসতি স্থায়ী লোকজন ও স্কুল, মাদ্রাসায় পড়ুয়া সকল ছাত্রছাত্রী অভিভাবকসহ আদমপুর, পানাম নগর, বাগমুছা, খাগুটিয়া লাহাপাড়া, কৃঞ্চপুরা ৫/৬ টি গ্রামের যাতায়াতকৃত সকল জনসাধারণ একত্রিত হয়ে এই মানববন্ধনের ডাক দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য শেখ ফরিদ, ঝুনু বাদল, সমর সরকার, সমাজসেবক মোতালিব হোসেন স্বপন, সোনারগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর জাহেদা আকতার মনি, সাবেক কমিশনার আমির হোসেন, পৌরসভার যুবলীগ সভাপতি আসাদুল ইসলাম আসাদ, সোনারগাঁ পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি হুমায়ন কবীর মোল্লা খোকন, উদয়ন কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক মো. পারভেজ, প্রকৌশলী মো. মহিউদ্দীন, আদমপুর বাজার সমিতির সহ সভাপতি আশরাফুল ইসলাম মোল্লা, সমাজ সেবক আনোয়ার হোসেন, রজ্জব আলী, মোহাম্মদ আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের সকলের দাবী এই রাস্তাটি বন্ধ না করে অন্যভাবে এর ব্যবস্থা করতে পারলে জনগণ উপকৃত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের রাস্তা বন্ধ না করে, মানুষ যাহাতে কোন কষ্ট না পায় সে দিকে খেয়াল রেখে কাজ করতে। মানববন্ধনে এলাকাবাসী এই রাস্তা দিয়ে এলাকার সকল জনগনের যাতায়াত বিধায় রাস্তাটি বন্ধ না করার জন্য অনুরোধ করেন। এরই মধ্যে এ বিষয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তর বরাবরে চিঠি পাঠিয়েছেন এবং সংস্কৃতি মন্ত্রণালয়েও চিঠি অবহিত করবেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না