মো. আব্দুস সালাম
স্বপ্ন দেখা সহজ কিন্তু বাস্তবে জীবনটা বড়ই কঠিন। জীবন মানেই সংগ্রাম বা যুদ্ধ, আর সংগ্রাম করেই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। জীবন কারো জন্য থেমে থাকে না। জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। জীবনের জন্যই সব। জীবনের জন্যই এই পৃথিবী। জীবন আছে বলেই প্রেম, ভালবাসা, অভিমান, স্বপ্ন, দুঃখ সবকিছু আছে। জীবনে ব্যর্থতা আসতেই পারে। কিন্তু হতাশ হলে হবে না । ধৈর্য্য ধারন করতে হবে। নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। জীবনটা কোনো সিনেমার অংশ নয় যে, সব সমস্যার সমাধান তিন ঘন্টায় শেষ হয়ে যাবে। যে সারাজীবন আপনার পাশে থাকবে কথা দিয়েছে, সে হয়তো কোনো উদ্দেশ্য নিয়েই কথাটি বলেছে। শুরুতেই সাবধান হোন। পরে দুঃখ পাবেন না।
আপনার সকল সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। ধরেন, একটি ক্রিকেট ম্যাচে শূন্য রানে আউট হলেন, আপনার মন মেজাজ চরম খারাপ থাকবে। মনে হবে হাতের ব্যাট ভেঙ্গে ফেলি। সেই একই ম্যাচে যদি আপনি ৬টি উইকেট পেয়ে ম্যাচ সেরা হন, আপনি কি মনে রাখবেন আপনার ব্যাটিং বিপর্যয়ের কথা? কখনই না। জীবন এমনই। শুধু ধৈর্য ধারণ করা শিখতে হবে। ভালো সময় আসবেই। প্রেম ভালোবাসার নামে প্রতারণাকারী প্রতারকদের জন্য জীবন শেষ করে দিবেন না' চোখের পানি ফেলবেন, আর তারা মজা লোটবে, এত সহজ নাকি আপনার জীবন?
কেউ এসে ভাগ্য বদলে দেবে, এমন চিন্তা থেকে বেরিয়ে আসুন। নিজের ভাগ্য নিজেই তৈরি করুন। কেউ আপনার জন্য অপেক্ষা করেনি, করছে না এবং করবে না। মানুষের জীবন খুব অদ্ভুত। যেখানের আঁকে-বাঁকে ভরপুর বিচিত্রতা। আর এই বিচিত্র জীবনে ঘটে অসংখ্য সব বিচিত্র ঘটনা। হাসি-কান্না, আনন্দ-বেদনা, দুঃখ-সুখ, ভালো-মন্দের মিশেলে এগিয়ে চলে জীবন খরস্রোতা নদীর মতো। কখনো মুক্ত পাখির মতো, কখনও বা চুপসে যাওয়া ফুলের মতো। হারিয়ে যায় কত চেনা মুখ, কতশত স্মৃতি। নীল নীলিমায় দূরে কোথায় মন যে হারায় ব্যাকুলতায়। একটা কথা-ই মন জানতে চায়, ‘মন কেন স্মৃতির পাহাড় হাতড়াই’।
মানুষের জীবনতো একটাই। অথচ এ জীবনে কত কিছুই না ঘটে যায়। জীবনের একেকটা মুহূর্ত যেনো একেকরকম মনে হয়। কখনো জমাট বরফের মতো কষ্টগুলো বুকের মধ্যে জমতে থাকে। জীবনটা বড় অসহ্য মনে হয় তখন। মনে হয় এ জীবনের কী দরকার ছিলো? আবার কখনো জীবন ভরে যায় অনাবিল সুখ আনন্দে; তখন মনে হয় জীবন কেন দ্রুত ফুরিয়ে যায়!
একটা সময় জীবনের পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায়। মনে হয় পুরনো দিনগুলিই বুঝি সুন্দর ছিলো। মনের পর্দায় এসব স্মৃতি হাতড়াতে বড় ভালো লাগে, একা আনমনে। মনটা বাস্তবে ফিরে আসতে চায় না। কিন্তু বাস্তবে তো আসতেই হবে। আসলে বাস্তবই সব, কল্পনা নিছক একটা মায়া। কল্পনা যদি সত্যি হতো, মানুষের দুঃখ-কষ্ট কিছুই থাকতো না। তবে কষ্ট যে সবসময় খারাপ লাগে তা নয়। অনেক সময় কষ্ট পেতেও অনেক ভালো লাগে। কেন ভালো লাগে তা জানি না...!
মানব জীবন বড়ই বিচিত্র। প্রত্যাশা প্রাপ্তির বিষয়গুলো বেশ জটিল। কার জীবনে কখন কীভাবে কী ঘটবে সেটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না। সব সময় যোগ্যতা দক্ষতা আর অভিজ্ঞতা দিয়ে জীবনের সব প্রাপ্তি অর্জন সম্ভব নয়, চেষ্টা করলে মানুষ সব কিছু অর্জন করতে পারে না। তারপরও চেষ্টা করতেই হয়, সব গ্লানিকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে হয় বীরদর্পে। তবেই মিলবে জীবনের সার্থকতা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না