খুলনা সংবাদদাতা
খুলনায় অপদ্রব্য মিশ্রিত ২৪ মণ চিংড়ি মাছ জব্দ করেছে র্যাব-৬ এর সদস্যরা। এ ঘটনায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই এলাকার ৩টি প্রতিষ্ঠানকে ৮৪ হাজার টাকা জরিমানা করে। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে চিংড়ি মাছ ধ্বংস করা হয়। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, কতিপয় ব্যক্তি খুলনার রূপসা এলাকার আড়তগুলোতে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করছে এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে আজ ১১টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালায়। এ সময়ে তারা অপদ্রব্য মিশ্রণ করার অভিযোগে মেসার্স অর্পণ বিশ্বাসের মালিক ভজন বিশ্বাসকে ২৪ হাজার টাকা, মেসার্স রুপালী ফিসের মালিক রাজুকে ৩০ হাজার টাকা ও শ্যামল দাসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলী ও পুশ হওয়া ২৪ মণ চিংড়ি মাছ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। দন্ডিত ব্যক্তিরা নগদ অর্থ প্রদান করায় তা সরকারি কোষাগারে জমা করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না