সোনারগাঁয়ে সেচ্ছাসেবক লীগের ত্রীবার্ষিক সম্মেলন
- আপডেট সময় : ০১:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / ৬৬
সোনারগাও সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁ ইউনিয়নে সেচ্ছাসেবক লীগের ত্রীবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) বিকেলে পরমসরন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সভার উদ্ভোধন করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন। এসময় তিনি বলেন, আগামী নির্বাচনে পুনরায়র নৌকাকে বিজয় করার জন্য প্রতিটি ইউনিয়নে শক্তিশালী কমিটি গঠন করা হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সামসুল ইসলাম ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শহিদুল্লাহ্ সরকার, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ছগির আহাম্মেদ এবং সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক খায়রুল আলম।