রাজশাহী ব্যুরো:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বংপুর উচ্চ বিদ্যালয়ে আলহাজ্ব শামসুদ্দিন সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক চিত্র নায়িকা মাহিয়া মাহি সরকার। রবিবার (১৫ জানুয়ারী) বিকেলে বংপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে এই শীতবস্ত্র বিতরণ করেন।
প্রধান অতিথি হিসেবে মাহিয়া মাহি সরকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন ছিল এ দেশ হবে একটি বৈসম্যমুক্ত দেশ। সেই অসমাপ্ত স্বপ্নকে যিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন তিনি জননেত্রী শেখ হাসিনা। সবার উদ্যেশ্যে বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে যে উপ-নির্বাচন হতে যাচ্ছে তাতে নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এলাকার উন্নয়নে স্মার্ট নেত্রীত্ব আনতে হবে।
আলহাজ্ব শামসুদ্দিন সরকার মেমোরিয়াল উদ্যোগে পাঁচ শতাধিক অসহায়, দুস্থ ও মাদ্রাসার ছাত্রদের মাঝে শিতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বংপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফিজুল ইসলাম, ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ মসিদুল হক, রহনপুর ইউসুফ আলী সরকারী কলেজ সহÑসভাপতি আতিক হাসান মিঠন ও সার্বিক সহযোগীতায় উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম জয় প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না