সিদ্ধিরগঞ্জে জিয়াউর রহমানের জন্মবাষির্কী ও বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া আলোচনা সভা
- আপডেট সময় : ০৯:০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ৮৬

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক শেখ মোহাম্মদ অপুর আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দোয়া,মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস,এম,আসলাম, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুু, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল ও হৃদয়সহ আরো অনেকে।


























