শালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার
- আপডেট সময় : ০৫:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ৩৮

রবিউল আলম:
গাজীপুর মহানগরীর পূবাইলে আপন নাবালিকা শালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাইকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। রবিবার (১৮ জানুয়ারি) নগরীর টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো. রবিউল ইসলাম (৩৫)। তিনি আবুল কালাম ওরফে সাপুড়ে কালামের ছেলে। তার বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পশ্চিম মুরাদপুর এলাকায়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন জানান, ভুক্তভোগী ১২ বছরের নাবালিকা শিশুটি অভিযুক্তের আপন শালিকা। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত কৌশলে শিশুটিকে চট্টগ্রাম থেকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন খুরাইদ সাপুড়ে পল্লী এলাকায় এনে ধর্ষণ করে এবং পরে তাকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ২০২৫ সালের জুলাই মাসে পূবাইল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পূবাইল থানার এসআই রুহুল জানান,দীর্ঘদিন ধরে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছিল। অবশেষে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ (১৯ জানুয়ারি) সোমবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



























