বাকেরগঞ্জে শেখ রাসেল মিনি স্টোডিয়ামের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন
- আপডেট সময় : ০৬:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
- / ৫৪
রানা সেরনিয়াবাত বরিশাল:
বরিশালের বাকেরগঞ্জে শেখ রাসেল মিনি স্টোডিয়ামের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা। পরিদর্শনকালে তার সাথে জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী শিবু লাল খাসকেল উপস্থিত ছিলেন। রবিবার (১৫ জানুয়ারি) বেলা ১২ টায় তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের ভরপাশা এলাকায় স্টোডিয়ামের জন্য নির্ধারিত জায়গা এবং নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এসময় উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক বিপ্লব মিত্র, প্রভাষক শহিদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন উপস্থিত ছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী শিবু লাল খাসকেল জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে সারাদেশে শেখ রাসেল মিনি ক্রিকেট স্টোডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় ২য় ধাপে ৮৬ টি উপজেলায় এ স্টোডিয়াম নির্মাণ করা হচ্ছে। তারমধ্যে বাকেরগঞ্জ উপজেলায় একটি। বাকেরগঞ্জ উপজেলায় শেখ রাসেল মিনি স্টোডিয়াম নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ১০ লাখ ৬২ হাজার টাকা। জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে এ স্টোডিয়ামের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে।