সিদ্ধিরগঞ্জে ১৫’শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- আপডেট সময় : ০৬:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
- / ৫৮
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রায় ১৫’শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কেএম ইশরামের নেতৃত্বে রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কদমতলী ভুইয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ ইঞ্চি একটি ভাল্প, ২/৩ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ১৫০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং কয়েক ফিট পাইপ জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট কেএম ইশরাম বলেন, তিতাসের অবৈধ গ্যাস সংযোগ দিয়ে সরকারকে বিপুল পরিমাণে রাজস্ব ফাকি দেওয়া হচ্ছে। অভিযানে আমরা অপরাধী কাউকে উপস্থিত পাইনি। তাই কারো বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়নি।
এসময় আরো উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী ইমরান, ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী আবেদিন, উপ-ব্যবস্থাপক শাহিন, গিয়াস উদ্দিন, সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম, গিয়াস উদ্দিন, শাহরিয়ার আলম’সহ অন্যান্য কর্মকর্তারা।