গৌরনদীতে ব্যারিষ্টার মনির ও মেকাপ আটিস্ট সেলিনা মনিরকে সংবর্ধনা
- আপডেট সময় : ০৬:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- / ৭১
গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদীর সুন্দরদীতে অবস্থিত আলহাজ্ব নূর মোহাম্মাদ মুন্সি হাসপাতাল এন্ড নাসিং কলেজ ও জনপ্রিয় সংবাদ মাধ্যম “বরিশাল মেট্রো“ এর আয়োজনে লন্ডন প্রবাসি ব্যারিষ্টার মো. মনির হোসেন এবং তার সহ-ধর্মিনী আন্তর্জাতিক মেকাপ আর্টিস্ট সেলিনা মনিরকে সংবর্ধনা দেয়া হয়।
আলহাজ্ব নূর মোহাম্মাদ মুন্সি হাসপাতাল হাসপাতাল এন্ড নাসিং কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. খোকন মুন্সির সভাপতিত্বে গত শুক্রবার বিকালে আলহাজ্ব নূর মোহাম্মাদ মুন্সি হাসপাতাল এন্ড নাসিং কলেজ মিলনায়তনে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, ব্যারিষ্টার মো. মনির হোসেন মুন্সি এবং তার সহ-ধর্মিনী আন্তর্জাতিক মেকাপ আর্টিস্ট সেলিনা মনির।
এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতাল এন্ড নাসিং কলেজের জেনারেল ম্যানেজার মো. রুহুল আমিন খান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.আসাদুজ্জামান রিপন, বিশ্বজিৎ সরকার বিপ্লব, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী বাবু, যুগ্ম সাধারন সম্পাদক জামিল মাহামুদ, বরিশাল মেট্রো’র নির্বাহী সম্পাদক মোল্লা ফারুক হাসান, ব্যবস্থাপনা সম্পাদক মো.মাজহারুল ইসলাম, বার্তা সম্পাদক আরিফিন রিয়াদ, গৌরনদী সাংবাদিক জিএম জসিম হাসান, মুহা. শাহীন, মো. লিটন খান প্রমুখ।