প্রতিদিনের নিউজঃ-
“শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার” রূপান্তর শুর এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ ক্যাম্পাস থেকে অনুষ্ঠিত র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল সাড়ে ১০ টায় কলেজ শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াদ হাসানের সভাপতিত্বে এবং সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেনর সঞ্চালনা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াদ হাসান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, লতিফিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. রুহুল আমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বাকি বিল্লাহ, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মেহেদী হাসান লিপন, সহকারী অধ্যাপক ছবীর আহমেদআখন্দ, সহকারী অধ্যাপক শাশ্বতী পাল, প্রভাষক এমদাদুল হক, প্রভাষক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, প্রাভাষক প্রবীর কুমার নাথ, প্রাভাষক মো. জহিরুল ইসলাম, সুপার আব্দুস সালাম, মো. শাহাদাত হোসেন, প্রধান শিক্ষক মো.ইউনুস আলী, মো.হারুন অর-রশিদ,শিক্ষক হরিচাঁদ কুন্ডু প্রমুখ।
বক্তরা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়করণ করতে হবে। এটা এখন শিক্ষকদের একটি ন্যায্য দাবি। শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থাকরতে হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না