টাঙ্গাইলে ট্রেন-অটোরিকশার সংঘর্ষ,অবশেষে ঢামেকে মারা গেল শিশু তাওহীদ
- আপডেট সময় : ০১:০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
- / ৫৮
সৈয়দ সরোয়ার সাদী রাজু, ভূঞাপুর:
অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঢেঁপাকান্দী এলাকায় ট্রেন-অটোরিকশার সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দুই বছরের শিশু তাওহীদ মারা গেছে। গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাওহীদ। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।
নিহত শিশু তাওহীদ উপজেলার ফলদা ইউনিয়নের মমিনপুর গ্রামের লাল মিয়ার ছেলে। এর আগে ঘটনার দিন মারা যান শিশুটির মা নার্গিস বেগম।
এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পাঁচজনে জনে দাঁড়ালো মৃতের সংখ্যা। এর আগে ঘটনার দিন ৩ জনের মৃত্যু হয়।
এখানে উল্লেখ্য, গত বুধবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল লাইনের উপজেলার ঢেপাকান্দি এলাকায় ট্রেন-অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ৩ জনের মৃত্যু হয় এবং আহত হয় ৫ জন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন স্থানীয় লোকজন।