বাগেরহাটে ডিজিটাল প্ল্যাটফর্ম প্রশিক্ষণের উদ্ধোধন
- আপডেট সময় : ০৬:১৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
- / ৬৪
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে ডিজিটাল প্ল্যাটফর্ম প্রশিক্ষণের উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সকালে বাগেরহাট সদর উপজেলার উদ্দিপন বদর শামছু বিদ্যানিকেতন ল্যাবে বাংলাদেশ উইমেন চেম্বার অব অব কমার্স এ্যান্ড ইন্ডাস্টি আয়োজিত শীর্ষক উদ্যোক্তাদের অনলাইন প্রশিক্ষনের উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্ভোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বাংলাদেশ উইমেন চেম্বার অব অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির বাগেরহাট জেলা প্রধান ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাগেরহাট ফাউন্ডেশন সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার ও ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দীপংকর পাল এবং বিডব্লুসিসিআই এর সিনিয়র অফিসার (প্রশিক্ষন) সুমন্ত মোহন্ত এবং প্রশিক্ষক শাহিনুল ইসলাম।
ফেসবুক মেটার অর্থায়নে আইসিটি ডিভিশন এবং কেবিনেট ডিভিশনের সহায়তায় বিডাব্লিউসিসিআই দিনব্যাপী এই প্রশিক্ষন আয়োজন করে। এ প্রশিক্ষনে ৩০জন উদ্যোক্তা দিনব্যাপী এই অন লাইন প্রশিক্ষনে অংশ নেন।