কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারে ৭টি সাব রেজিস্ট্রি অফিসে চলছে সাব রেজিস্ট্রারদের কর্মবিরতি। সরকারি কর্মকর্তাদের এরকম কর্মবিরতির কারণে হয়রানির শিকার হচ্ছেন স্থানীয় জনসাধারণ। পাশাপাশি দৈনিক কোটি কোটি রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার মো. ইউসুফ আলীর উপর গত মঙ্গলবার হামলা করা হয়।এর প্রতিবাদে ও জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কক্সবাজার সদর সাব রেজিস্ট্রি অফিস, চকরিয়া সাব রেজিস্ট্রি অফিস, পেকুয়া সাব রেজিস্ট্রি অফিস, মহেশখালী সাব রেজিস্ট্রি অফিস, কুতুবদিয়া সাব রেজিস্ট্রি অফিস, টেকনাফ সাব রেজিস্ট্রি অফিস, রামু সাব রেজিস্ট্রি অফিস, উখিয়া সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকল সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ন্যক্কারজনক এই সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের অবিলম্বে আটক ওদৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। এই ঘটনায় অদ্যাবধি মামলা ও আসামি গ্রেফতার না হওয়ায় বক্তারা তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
এদিকে সাব রেজিস্ট্রার কর্মকর্তাদের কোন রকম ঘোষণা ছাড়া এভাবে কর্মবিরতির কারণে তিক্তভাব প্রকাশ করেছেন অনেকে। অনেকে আবার হয়রানির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন।
কক্সবাজার সদর সাব রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধন করতে আসা আবুল ফজল নামের এক ব্যক্তি জানান, সকালে জমি রেজিস্ট্রি করতে এসেছি। আসার সাথে সাথে অফিসের অন্য কর্মকর্তারা জানান রেজিস্ট্রি বন্ধ। মাথায় হাত দেয়ার মতো অবস্থা। বিক্রেতাকে জমির টাকা পয়সা দিয়ে দিয়েছি। কিন্তু দলিল নিবন্ধন করতে পারলাম না। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। আমির হোছন নামের এক ব্যক্তি জানান, সাব রেজিস্ট্রার কর্মকর্তারা যে কর্ম বিরতি দিচ্ছেন সেটি অন্ততঃ একদিন আগে অবগত করানো দরকার। কোন রকম ঘোষণা ছাড়া এরকম কর্ম বিরতি মোটেই কাম্য নয়। এতে জনসাধারণের অপূরণীয় ক্ষতির সম্মুখিন হচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাদিক কর্মকর্তা জানান, এতে শুধু জনসাধারণ নয়, সরকারও দৈনিক কোটি কোটি রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। আশা করছি সাব রেজিস্ট্রারদের এই কর্ম বিরতি সরকার দ্রুত সমাধান করবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না