সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবুল কাশেম।
এতে নিহতের কোন খবর পাওয়া যায়নি। তবে আদমজী ইপিজেডের রেমি হোল্ডিংস, অনন্ত অ্যাপারেল, ইউনোস্কো বিডি, উর্মি গ্রুপ, প্রোগ্রেস অ্যাপারেলস, মারুহিস, সোয়াদ গার্মেন্টস, সিম্বা ফ্যাশনের-১৫ জন শ্রমিক আহত হন। আহতদের ৭/৮ জনকে স্থানীয় প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ও আদমজী বেপজা মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহতরা হলেন রাজিয়া (৪০), সালমা (২৭), সাহিদা (৪০), জাহেদা (২৬), ডালিয়া (৪০), ঝুমুর (২৫),শাহনা (২৬), সানিয়া (২৯), নুপুর (২৯), ঝুমুর (২৫)। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা পোশাক শ্রমিকবাহী তারাবো সুপার সার্ভিস বাস (ঢাকা মেট্রো-১৩-০৮১২) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড যাওয়ার পথে যাচ্ছিল। আজ সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের মৌচাক মাদানীনগর এলাকায় আল আমিন এক্সপোর্ট গার্মেন্টসের সামনে চলন্ত ট্রাকের সাথে ধাক্কা লেগে বাসটি রাস্তার বাম পাশে খাদে পড়ে যায়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একে এম শরফুদ্দীন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করলেও ড্রাইভার-হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না