সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা বাস্তবায়ন এবং বেগম খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিএনপির গণ অবস্থান কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জের ১নং ওর্য়াড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীদের মিছিল নিয়ে যোগদান।
জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকনের নেতৃত্বে মূল মিছিলে নটরডেম কলেজের সামনে থেকে বিশাল মিছিল নিয়ে নয়া পল্টনে বিএনপির গণ অবস্থানে অংশ নেন ১নং ওর্য়াড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিনসহ নেতাকর্মীরা।
বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই গণ-অবস্থান কর্মসূচি পালন করে বিএনপির।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল, ২নং ওর্য়াড বিএপির সাবেক সভাপতি মোস্তফা কামাল, সামসুল হক, সেলিম মাহমুদ, মোহাম্মদ আলী, জামাল হোসেন ও দুলাল হোসেন প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না