বিএনপির গণ অবস্থানে সিদ্ধিরগঞ্জের ৯নং ওর্য়াড বিএনপির যোগদান
- আপডেট সময় : ০৭:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
- / ৫৯
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা বাস্তবায়ন এবং বেগম খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিএনপির গণ অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহন করনে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওর্য়াড বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির ১ম যুগ্ম-আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে মূল মিছিলে নটরডেম কলেজের সামনে থেকে মিছিল নিয়ে নয়া পল্টনে বিএনপির গণ অবস্থানে অংশ নেন ৯নং ওর্য়াড বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই গণ-অবস্থান কর্মসূচি পালন করে বিএনপির।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওর্য়াড বিএনপির সভাপতি বাবুল প্রধান, সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ, বিএনপি নেতা হারুন মাস্টার, আলাউদ্দিন প্রধান, নজরুল ইসলাম মিন্না, নুর হোসেন, মোহাম্মদ সেলিম, মাইনুদ্দিন, শাহিন প্রধান, আল-আমিন প্রধান, নুরুলআমিন দেওয়ান, মহারাজ, ছাত্রদল নেতা ইমতিয়াজ, জিসান ও মুন্না প্রমূখ।