বিএনপির গণ অবস্থানে গিয়াস-খোকনের নেতৃত্বে জেলা বিএনপির শোডাউন
- আপডেট সময় : ০৭:২৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
- / ৬৬
প্রতিদিনের নিউজ:
সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা বাস্তবায়ন এবং বেগম খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিএনপির গণ অবস্থানে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
বুধবার (১১ ডিসেম্বর) জেলা বিএনপির আহবায়ক, নারাণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকনের নেতৃত্বে নটরডেম কলেজের সামনে থেকে বিশাল মিছিল নিয়ে নয়া পল্টনে বিএনপির গণ অবস্থনে অংশ নেন।
এর আগে জেলা বিএনপির নেতাকর্মীদেরকে সকাল ১০টার মধ্যে নটরডেম কলেজের সামনে জড়ো হয়। নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা পৃথক পৃথক গ্রুপে বিভক্ত হয়ে ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে ঢাকার রাজপথ প্রকম্পিত করে নটরডেম কলেজের সামনে জড়ো হতে থাকেন। এভাবে একের পর এক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আসতে আসলে জেলা বিএনপির বিশাল জমায়েত হয়। এরপর সেখান থেকে তারা কেন্দ্রীয় বিএনপির গণ অবস্থানে যুক্ত হন। এ মিছিলে জেলা বিএনপির বিপুল পরিমাণ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধূরি, আড়াইহাজার বিএনপির নেতা ও সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টিটু, মাসুকুল ইসলাম রাজীব, নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।