০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

কোয়া দ্বীনি শিক্ষায় নতুন দিগন্ত: উদ্বোধনের অপেক্ষায় নূর-ই-মদীনা জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ৬৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

কচুয়া উপজেলার কোয়া এলাকায় দ্বীনি শিক্ষা ও মানবসেবার এক অনন্য প্রতিষ্ঠানের যাত্রা শুরু হতে যাচ্ছে। এখানে নবনির্মিত কোয়া নূর-ই-মদীনা জামে মসজিদ এবং হাজী আব্দুল মালেক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

ধর্মপ্রাণ মুসলমানদের নিয়মিত নামাজ আদায়ের সুবিধা এবং এতিম ও অসহায় শিশুদের কোরআনে হাফেজ তৈরির লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। এই মহতী উদ্যোগের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক মোঃ মাহাবুবর রহমান লিপন। তার একান্ত প্রচেষ্টা ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় প্রতিষ্ঠানটি আজ দৃশ্যমান রূপ পেয়েছে।

মসজিদ ও মাদ্রাসা বাস্তবায়নে কোয়া হাজী বাড়ি ও আশপাশের ধর্মপ্রাণ মুসল্লিদের ভূমিকা ছিল প্রশংসনীয়। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় স্থানীয়দের মাঝে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ।

স্থানীয় মুসল্লি ও উপজেলা রোগী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক ইমাম হাসান বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিশু-কিশোররা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে অসহায় ও এতিম শিক্ষার্থীরা নিরাপদ আশ্রয় ও সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে।

কোয়া নূর-ই-মদীনা জামে মসজিদ সভাপতি ফারুক হোসেন জানান, উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল, কোরআন খতম ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হবে। এতে স্থানীয় ওলামায়ে কেরাম, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

 

 

 


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

কোয়া দ্বীনি শিক্ষায় নতুন দিগন্ত: উদ্বোধনের অপেক্ষায় নূর-ই-মদীনা জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা

আপডেট সময় : ০৯:৩৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

কচুয়া উপজেলার কোয়া এলাকায় দ্বীনি শিক্ষা ও মানবসেবার এক অনন্য প্রতিষ্ঠানের যাত্রা শুরু হতে যাচ্ছে। এখানে নবনির্মিত কোয়া নূর-ই-মদীনা জামে মসজিদ এবং হাজী আব্দুল মালেক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

ধর্মপ্রাণ মুসলমানদের নিয়মিত নামাজ আদায়ের সুবিধা এবং এতিম ও অসহায় শিশুদের কোরআনে হাফেজ তৈরির লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। এই মহতী উদ্যোগের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক মোঃ মাহাবুবর রহমান লিপন। তার একান্ত প্রচেষ্টা ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় প্রতিষ্ঠানটি আজ দৃশ্যমান রূপ পেয়েছে।

মসজিদ ও মাদ্রাসা বাস্তবায়নে কোয়া হাজী বাড়ি ও আশপাশের ধর্মপ্রাণ মুসল্লিদের ভূমিকা ছিল প্রশংসনীয়। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় স্থানীয়দের মাঝে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ।

স্থানীয় মুসল্লি ও উপজেলা রোগী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক ইমাম হাসান বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিশু-কিশোররা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে অসহায় ও এতিম শিক্ষার্থীরা নিরাপদ আশ্রয় ও সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে।

কোয়া নূর-ই-মদীনা জামে মসজিদ সভাপতি ফারুক হোসেন জানান, উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল, কোরআন খতম ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হবে। এতে স্থানীয় ওলামায়ে কেরাম, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

 

 

 


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন