১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

ফেইসবুকে ভুয়া ও প্রতারক পত্রিকা আইডি হতে সাবধান

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • / ৭৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রিপন কান্তি গুণ, নেত্রকোনা:

একদল প্রতারক চক্র দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকার নাম ও লগো ব্যবহার করে ফেইসবুকে ভূয়া আইডি খুলে প্রতারণা করে চলেছে, বিভিন্ন অনলাইন অথবা প্রিন্ট পত্রিকাতে লেখালেখি করার মানসিকতা সম্পন্ন মানুষদের সাথে। তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে।
আমার নিজের পাওয়া কয়েকটি পত্রিকার আইডি “দৈনিক আমাদের সময়”, “বাংলাবাজার পত্রিকা”, “দৈনিক আমাদের বাংলাদেশ” পত্রিকার নামে পেইজ খুলে, এই প্রতারক চক্র পত্রিকার নামের সাথে একটি ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ও ডিএ নম্বর উল্লেখ করে।
এই চক্রের সাথে জড়িত প্রতারক “দৈনিক আমাদের সময়” পত্রিকার সম্পাদক, মোঃ গোলাম সারোয়ার প্রকাশক, এস এম বকস কল্লোল এবং প্রধান কার্যালয়ের নাম সব ঠিক রেখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে-যাতে লিখা “দৈনিক আমাদের সময়” পত্রিকায় সাংবাদিক (পুরুষ/মহিলা) নিয়োগ দেওয়া হবে। (বেতন জেলা প্রতিনিধিদের ১২৫০০ টাকা এবং উপজেলার জন্য ৭৫০০টাকা) একটি ক্যামেরা দেওয়া হবে যার টাকা, মাসে মাসে বেতন থেকে কেটে নেয়া হবে এবং অন্যান্য সুযোগ সুবিধার কথাও জানায় ।
আগ্রহী প্রার্থীদের ইমেইল আইডিতে এবং নিচের ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়।
(ফধরষুধসধফবৎংড়সড়ুপা@মসধরষ.পড়স (পূর্ণজীবনবৃত্তান্ত এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজ পাঠাতে)
**ফোন নম্বরটি হলো- ০১৭ ১৫৫৪ ৬৩১২ (বিকাশ)।

“বাংলাবাজার পত্রিকা” এর পেইজ থেকে মেসেঞ্জারে এসএমএস পাঠায়, সবফরধ.নধহমষধনধুধৎঢ়ধঃৎরশধ@মসধরষ.পড়স এই ইমেইল আইডিতে সিভি পাঠান। সিভি পাঠানোর পর আবার এসএমএস পাঠায় আপনার মোবাইল নাম্বার দিন। আমাদের এইচআর এন্ড এডমিন উইং থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।
সিভি পাঠানোর পরে (০১৫৮১৮০০২৯৭) মোবাইল নম্বর থেকে নিজাম উদ্দিন বাবু (এইচআর এন্ড এডমিন) পরিচয়ে ফোন দিয়ে নিয়োগপত্র, আইডি কার্ড, ১০০০ ভিজিটিং কার্ড বাবদ ২০০০ টাকা একদিনের মধ্যে ০১৭১৪৩৫৬৭৮০ (বিকাশ নাম্বার) এ পাঠানোর জন্য বলে এবং টাকা পাঠানোর সাথে সাথে সব কুরিয়ার করে দিবে। প্রতারক আরও বলে, আবেদনকারীরা ২ দিনের মধ্যে সব ডকুমেন্টস রিসিভ করতে পারবে। এই প্রতারকের ফাঁদে পা দিয়েছে বেশ কয়েকজন। এখন ফোন করলে রিং হয় কিন্তু রিসিভ করে না।
একই কায়দায় “দৈনিক আমাদের বাংলাদেশ” (০১৫১৫৬২০৯৬৯) এই নাম্বারে সম্পাদক, ফাহিম আহম্মেদ পরিচয়ে ১৫০০ টাকা করে হাতিয়ে নিয়েছে। এই প্রতারকও এতই ব্যস্ত যে, ফোন রিসিভ করার সময় নেই। ফোন দিলে বেশিরভাগ সময় রিসিভ করে না আবার করলেও বলে নিউজরুমে ব্যস্ত আছি।
এই প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে ভোগান্তিতে পড়ছে বারহাট্টা এবং নেত্রকোনার কয়েকজন তরুণ। প্রথমে প্রতারক তাদের সাথে মেসেঞ্জার চ্যাটিং এ অনেক মিষ্টি মিষ্টি ঝগঝ পাঠিয়ে, তাদের লোভ দেখিয়ে আগ্রহী করে তোলে। প্রতারকরা নিজেকে বিভিন্ন উচ্চ পর্যায়ের পরিচয় দেয়। পরে তাদের বলে, আইডি কার্ড ও নিয়োগপত্রের জন্য টাকা বিকাশ করতে। আরও উৎসাহিত করার জন্য বলে, যারা কার্ড ও নিয়োগপত্র নিতে আগ্রহী তারা তাড়াতাড়ি টাকা বিকাশ করেন, কার্ডের কাজ শুরু করে দিয়েছি, যত তাড়াতাড়ি টাকা বিকাশ করবেন ততো তাড়াতাড়ি কার্ড ও নিয়োগপত্র পাবেন। এ ফাঁদে পড়ে অনেকেই বিকাশে টাকা পাঠিয়ে দেয়। প্রতারক টাকা পেয়ে, আর ফোন রিসিভ করে না। আমি পত্রিকায় লেখালেখি করার আগ্রহী সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই সঠিক তথ্য জেনে, যাচাই-বাছাই লেনদেন করবেন। কোন তথ্য না জেনে প্রতারক চক্রের ফাঁদে পা দিবেন না।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ফেইসবুকে ভুয়া ও প্রতারক পত্রিকা আইডি হতে সাবধান

আপডেট সময় : ০৫:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রিপন কান্তি গুণ, নেত্রকোনা:

একদল প্রতারক চক্র দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকার নাম ও লগো ব্যবহার করে ফেইসবুকে ভূয়া আইডি খুলে প্রতারণা করে চলেছে, বিভিন্ন অনলাইন অথবা প্রিন্ট পত্রিকাতে লেখালেখি করার মানসিকতা সম্পন্ন মানুষদের সাথে। তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে।
আমার নিজের পাওয়া কয়েকটি পত্রিকার আইডি “দৈনিক আমাদের সময়”, “বাংলাবাজার পত্রিকা”, “দৈনিক আমাদের বাংলাদেশ” পত্রিকার নামে পেইজ খুলে, এই প্রতারক চক্র পত্রিকার নামের সাথে একটি ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ও ডিএ নম্বর উল্লেখ করে।
এই চক্রের সাথে জড়িত প্রতারক “দৈনিক আমাদের সময়” পত্রিকার সম্পাদক, মোঃ গোলাম সারোয়ার প্রকাশক, এস এম বকস কল্লোল এবং প্রধান কার্যালয়ের নাম সব ঠিক রেখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে-যাতে লিখা “দৈনিক আমাদের সময়” পত্রিকায় সাংবাদিক (পুরুষ/মহিলা) নিয়োগ দেওয়া হবে। (বেতন জেলা প্রতিনিধিদের ১২৫০০ টাকা এবং উপজেলার জন্য ৭৫০০টাকা) একটি ক্যামেরা দেওয়া হবে যার টাকা, মাসে মাসে বেতন থেকে কেটে নেয়া হবে এবং অন্যান্য সুযোগ সুবিধার কথাও জানায় ।
আগ্রহী প্রার্থীদের ইমেইল আইডিতে এবং নিচের ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়।
(ফধরষুধসধফবৎংড়সড়ুপা@মসধরষ.পড়স (পূর্ণজীবনবৃত্তান্ত এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজ পাঠাতে)
**ফোন নম্বরটি হলো- ০১৭ ১৫৫৪ ৬৩১২ (বিকাশ)।

“বাংলাবাজার পত্রিকা” এর পেইজ থেকে মেসেঞ্জারে এসএমএস পাঠায়, সবফরধ.নধহমষধনধুধৎঢ়ধঃৎরশধ@মসধরষ.পড়স এই ইমেইল আইডিতে সিভি পাঠান। সিভি পাঠানোর পর আবার এসএমএস পাঠায় আপনার মোবাইল নাম্বার দিন। আমাদের এইচআর এন্ড এডমিন উইং থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।
সিভি পাঠানোর পরে (০১৫৮১৮০০২৯৭) মোবাইল নম্বর থেকে নিজাম উদ্দিন বাবু (এইচআর এন্ড এডমিন) পরিচয়ে ফোন দিয়ে নিয়োগপত্র, আইডি কার্ড, ১০০০ ভিজিটিং কার্ড বাবদ ২০০০ টাকা একদিনের মধ্যে ০১৭১৪৩৫৬৭৮০ (বিকাশ নাম্বার) এ পাঠানোর জন্য বলে এবং টাকা পাঠানোর সাথে সাথে সব কুরিয়ার করে দিবে। প্রতারক আরও বলে, আবেদনকারীরা ২ দিনের মধ্যে সব ডকুমেন্টস রিসিভ করতে পারবে। এই প্রতারকের ফাঁদে পা দিয়েছে বেশ কয়েকজন। এখন ফোন করলে রিং হয় কিন্তু রিসিভ করে না।
একই কায়দায় “দৈনিক আমাদের বাংলাদেশ” (০১৫১৫৬২০৯৬৯) এই নাম্বারে সম্পাদক, ফাহিম আহম্মেদ পরিচয়ে ১৫০০ টাকা করে হাতিয়ে নিয়েছে। এই প্রতারকও এতই ব্যস্ত যে, ফোন রিসিভ করার সময় নেই। ফোন দিলে বেশিরভাগ সময় রিসিভ করে না আবার করলেও বলে নিউজরুমে ব্যস্ত আছি।
এই প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে ভোগান্তিতে পড়ছে বারহাট্টা এবং নেত্রকোনার কয়েকজন তরুণ। প্রথমে প্রতারক তাদের সাথে মেসেঞ্জার চ্যাটিং এ অনেক মিষ্টি মিষ্টি ঝগঝ পাঠিয়ে, তাদের লোভ দেখিয়ে আগ্রহী করে তোলে। প্রতারকরা নিজেকে বিভিন্ন উচ্চ পর্যায়ের পরিচয় দেয়। পরে তাদের বলে, আইডি কার্ড ও নিয়োগপত্রের জন্য টাকা বিকাশ করতে। আরও উৎসাহিত করার জন্য বলে, যারা কার্ড ও নিয়োগপত্র নিতে আগ্রহী তারা তাড়াতাড়ি টাকা বিকাশ করেন, কার্ডের কাজ শুরু করে দিয়েছি, যত তাড়াতাড়ি টাকা বিকাশ করবেন ততো তাড়াতাড়ি কার্ড ও নিয়োগপত্র পাবেন। এ ফাঁদে পড়ে অনেকেই বিকাশে টাকা পাঠিয়ে দেয়। প্রতারক টাকা পেয়ে, আর ফোন রিসিভ করে না। আমি পত্রিকায় লেখালেখি করার আগ্রহী সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই সঠিক তথ্য জেনে, যাচাই-বাছাই লেনদেন করবেন। কোন তথ্য না জেনে প্রতারক চক্রের ফাঁদে পা দিবেন না।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন